খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় শেখ রাসেল দিবস- ২০২৩ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রধান সড়কে র্যালি, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
অনুষ্ঠেয় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি মোঃ রফিকুল ইসলাম।
আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাত হোসেন বাচ্চু,অধ্যক্ষ মিহির বরন মন্ডল, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান আলী শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, পিআইও ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।