
খুলনা প্রতিনিধি: আমাদের এই বাংলাদেশ নদী মাতৃক দেশ। এক সময়ে পুকুর, দীঘি, নদীনালা, খাল-বিল, হাওর-বাঁওড় ও প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। বলা হতো মাছে-ভাতে বাঙালি। বর্তমানে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট নানা কারণে আমাদের নদীনালা, খাল-বিল ধ্বংস হয়ে যাচ্ছে। সেই সময়ের
কত খরস্রোতা নদী,জলাশয়, পুকুর এখন শুধুই সৃতি। যা কি-না বিলুপ্তির পথে। এ কারণেই হয়তো নতুন প্রজন্মের কাছে মাছে-ভাতে বাঙালি শব্দটি অপরিচিত।
এসব বিষয়গুলো মাথায় রেখে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছেন বর্তমান সরকার।
সম্প্রতি পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও মাছের পোনা অবমুক্তকরণ করেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার জুম্মা বাদ সরল খাঁ দীঘিতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির ৭ মণ মাছ অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সম্মানিত অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী রনধীর সরকার, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ আব্দুল বারী, কাউন্সিলর গফফর মোড়ল সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।