খুলনা প্রতিনিধি:খুলনার পাইকগাছায় খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ সোহরাব আলী সানা ১৫৫ টি মন্দিরে নিজস্ব তহবিলের অর্থ বিতরণ করেছেন।
বুধবার বিকাল ৩টায় পাইকগাছা উপজেলা আইনজীবী সমিতির নিজস্ব চেম্বারে সাংবাদিক ও দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে পাইকগাছা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু ও সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের হাতে উক্ত অনুদান হস্তান্তর করেন।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট পঙ্কজ কুমার ধর, সাবেক সভাপতি অজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূর, চিত্ত রঞ্জন মন্ডল, সমীর কুমার বিশ্বাস, শিবু প্রসাদ সরকার, আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, বিজন বিহারী সরকার, এস এম শহিদুল্লাহ, মিজানুর রহমান, গোপাল চন্দ্র সরকার, শেখর চন্দ্র মন্ডল, আনোয়ার হোসেন ও ছাত্রলীগ নেতা আবির আক্তার আকাশ প্রমুখ।