হাসিবুর রহমান,জেলা প্রতিনিধি,পিরোজপুর: সাবেক প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপি অনশন কর্মসূচি পালন করেছে।
শনিবার (১৪-অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পিরোজপুর জেলা বিএনপি কার্যালয় সম্মুখে এ অনশন কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য পিরোজপুর-১, বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল।
পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক, সাবেক সাধারণ-সম্পাদক, আলমগীর হোসেন।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
পিরোজপুর জেলা বিএনপির একমাত্র যুগ্ম-আহবায়ক, শেখ রিয়াজ উদ্দিন রানা।
পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আঃসালাম বাতেন।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য(আহবায়ক কমিটি), কামরুজ্জামান চান।
পিরোজপুর জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ-সম্পাদক(ভারপ্রাপ্ত), মনিরুজ্জামান মনি।
পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব, এমদাদুল হক মাসুদ।
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক-সদস্য সচিব, নাদিম শেখ।
পিরোজপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম আহবায়ক, রিয়াজ মাতুব্বর।
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক-যুগ্ম আহবায়ক, পিরোজপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, মোঃরানা মল্লিক সহ উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওতাধীন সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে নেতৃবৃন্দরা, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য নিঃশর্তে বিদেশে পাঠানোর অনুমতি। এবং শেখ হাসিনা সরকারকে অতিশীঘ্রই পদত্যাগ করে তত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে জোর দাবী জানান।
যতক্ষণ পর্যন্ত গনতন্ত্রের মুক্তি না হবে, জনগণের ভোটের অধিকার আদায় না হবে, দেশের শান্তি ফিরে না আসা পর্যন্ত বিএনপি কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি রাজপথে থেকে পালন করবেন বলে জানান দলের নেতৃবৃন্দরা ।