মোঃ রেজাউল করিম,ময়মনসিংহ: ময়মনসিংহে ফাঁড়ি পুলিশের অভিযানে জি আর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি বাবা-ছেলেকে গ্রেফতার করেছেন পুলিশ।
গত মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ইং তারিখ সকালে কোতোয়ালি মডেল থানার অন্তর্ভুক্ত ১নং ফাঁড়ি পুলিশের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
ফাঁডি পুলিশ জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামি এলাকায় ফিরে এসেছে বলে জানা যায়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি ইনচার্জ ওয়াজেদ আলীর নেতৃত্বে এএস.আই নুরুজ্জামান ও এএস.আই আনোয়ার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের আজ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে ১নং ফাঁড়ি ইনচার্জ ওয়াজেদ আলী সাহেব।