
মোঃ মাসুদ রানা–স্টাফ রিপোর্টার◼️
বগুড়ার সোনাতলা উপজেলায় চাঞ্চল্যকর এক ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের গাড়ি ও পরিচয় ব্যবহার করে গভীর রাতে একটি বাড়িতে হামলা চালিয়ে টাকা ও মোবাইল লুট করে একদল দুর্বৃত্ত। পরে পুলিশ সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার কাতলাহার গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মৃত খয়বর আলীর ছেলে শাফিকুল ইসলাম ওরফে ফটো (৬৫) এর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এরপর ঘরের ওয়ারড্রোব ভেঙে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ও একটি শাওমি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় তারা।
ভুক্তভোগী পরিবার দ্রুত ৯৯৯-এ ফোন দিলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয় সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী ও তার সঙ্গীয় ফোর্স। বিষয়টি জানিয়ে বেতার বার্তার মাধ্যমে পুলিশ কন্ট্রোল রুমকে অবগত করা হয়। দ্রুত গাবতলী থানায় তথ্য পৌঁছে দিলে উভয় থানার পুলিশের সমন্বয়ে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে ডাকাত দলের ব্যবহৃত পুলিশের পিকআপ ভ্যানসহ ৭ জনকে আটক করা হয়। পরে ভুক্তভোগী ফটো মিয়া ঘটনাস্থলে গিয়েই গাড়ি ও অভিযুক্তদের শনাক্ত করেন।