প্রান্ত চৌধুরী,নেত্রকোনা প্রতিনিধি:গত মঙ্গলবার ০৬ নভেম্বর ২০২৩ তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সাহেব আলী পাঠান পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হন।
তাঁদের এই বহুল প্রত্যাশিত পদোন্নতিতে নেত্রকোণা জেলা পুলিশের সকল অফিসার এবং ফোর্স আনন্দিত ও গর্বিত। তাঁদের এই পদোন্নতিতে নেত্রকোণা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ মহোদয় ব্যক্তিগতভাবে ও জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
এছাড়াও নেত্রকোণা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা কর্মজীবনের এই সাফল্যমণ্ডিত উত্থানে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।