আমিনুল ইসলাম বুলবুল,নেএকোনা (কেন্দুয়া) উপজেলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় একশত দশ বোতল ভারতীয় মদসহ বোরহান উদ্দিন (৩৮) ও মাহফুজুল ইসলাম (২২) নামের দুই ব্যক্তিকে আটক করেছে নেত্রকোনা ডিবি পুলিশ। আজ বুধবার (৪ অক্টোবর) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের লাল মিয়ার বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি হ্যানট্রলি জব্দ করা হয়। আটককৃত বোরহান উদ্দিন উপজেলা সদরের নারায়নডহর গ্রামের আব্দুল লতিফের ছেলে ও মাহফুজুল দুর্গাপুর উপজেলার চণ্ডিগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
নেত্রকোনা ডিবি’র (পশ্চিম) ওসি শাহ নূর এ আলম জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সরকার সঙ্গীয় ফোর্সসহ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের লাল মিয়ার বাজার এলাকায় শ্যামগঞ্জগামী একটি ইঞ্জিন চালিত হ্যানট্রলিতে অভিযান চালায়। এসময় হ্যানট্রলির মধ্যে পাটের ৬টি বস্তা থেকে ১১০বোতল ভারতীয় মদ জব্দ করে ও হ্যানট্রলির চালকসহ দুইজনকে আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।