নিজস্ব প্রতিবেদক★ পরবর্তী উত্তরসূরী না আসা পর্যন্ত বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন নিজ থেকে পদত্যাগ না করেন- এ সংক্রান্ত নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে।
রিটের বিষয়ে শিগগিরই শুনানি হবে বলে জানিয়েছেন আদালত কর্তৃপক্ষ।
এ সংক্রান্ত রিটের শুনানি করতে গেলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ কথা বলেন।
ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ-“দৈনিক ক্রাইম তালাশ”কে বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয় নিয়ে এর আগে এ সংক্রান্ত নিয়ে রিট করেছিলেন-সুপ্রিমকোর্টের আইনজীবী মোজাম্মেল হক সাহেব।
সংবিধান রক্ষার্থে জনস্বার্থে রিটটি করেছেন বলে, রিটকারী আইনজীবী এমনটি জানান। রিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ঠ ৮ জন ব্যক্তিবর্গ কে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী মোজাম্মেল হক সাহেব তিনি বলেন,-আশঙ্কা করছি, শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে। এটি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই যাতে তিনি পদত্যাগ না করেন- সেই মর্মে নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেছেন বলে সাংবাদিকদের এসব কথা জানান।