খুলনা প্রতিনিধি:খুলনার পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিরোধী দলের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে শান্তি সমাবেশ এর আয়োজন করেন চেয়ারম্যান তুহিন।
শান্তি সমাবেশ শেষে আগামী ১৩ই নভেম্বর সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন এবং প্রধানমন্ত্রী কর্তৃক লস্কর ইউনিয়নের বাইনতলা ব্রীজ ভার্চুয়াল উদ্বোধনী উপলক্ষে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় লস্কর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) এর নেতৃত্বে শান্তি সমাবেশ ও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গফুর গোলদার, বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা সরদার রহমত আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান মিস্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আনার আলী গোলদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাত আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের গাজী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াকুব মালী আরো উপস্থিত ছিলেন লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব বাবু বিভূতী ভূষণ সানা, আওয়ামী লীগ নেতা শিবু প্রসাদ রায়, তাপস কুমার সানা, মোঃ আমির হোসেন ঢালী, মোঃ হারুন জমাদ্দার, মোঃ জায়েদ আলী গাজী, অজিত কুমার সানা, মনোজ কুমার মন্ডল, স্বপন কুমার সানা ও মোঃ ফজলুর রহমান।
সাবেক ছাত্রলীগ নেতা তেজেন মন্ডলের সঞ্চালনায় উক্ত শান্তি সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিএম তাজ উদ্দিন আহমেদ, ইউপি সদস্য দিলীপ কুমার মন্ডল, ইউপি সদস্য অঞ্জলি ঢালী, জগন্নাথ মন্ডল, টুটুল কুমার ঢালী, কৌশিক সরকার, জাকির হোসেন গাজী, আফিল মোড়ল, স্বপন কুমার সরদার, হিরামন হালদার, জামির গাজী, প্রশান্ত কুমার মন্ডল ও হারুনার রশিদ সানা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আয়োজিত আনন্দ মিছিল প্রদক্ষিণ কালে আলমতলা গ্রামের চর মসজিদ মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী ও সাবেক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। শান্তি সমাবেশ ও আনন্দ মিছিল শেষে চেয়ারম্যান তুহিন উপস্থিত সকলকে আগামী ১৩ই নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনার সমাবেশ সফল ও সার্থক করার জন্য আহবান জানান।