
এহিয়া আহমদ রাফি–কমলগঞ্জ(মৌলভীবাজার)◼️
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম গ্রহণ করা হয়।
সোমবার (৩০ জুন) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকগণ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় জানান, আমন আবাদ বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে প্রণোদনার আওতায় ৩ হাজার ৬১৫ জন কৃষককে ৫ কেজি আমনের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।
তিনি আরও বলেন, সরকার কৃষকদের পাশে থেকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ সহায়তা অব্যাহত রাখবে।
বিতরণকালে কৃষকদের মাঝে প্রণোদনার গুরুত্ব তুলে ধরা হয় এবং আধুনিক ও টেকসই কৃষি চর্চায় উদ্বুদ্ধ করা হয়।