চট্টগ্রাম প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরতা ও হামলার প্রতিবাদে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সম্মিলিত ওলামা মাশায়েখ এর ব্যানারে শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার কেওচিয়া ইউনিয়নের চট্টগ্রাম-কক্সা বাজার মহাসড়কের কেরানিহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়া উপজেলা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন,সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ও সাতকানিয়া আখতারিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন।এসময় উপজেলা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা মাওলানা আহমদুল হক ছিদ্দিকি,উপদেষ্টা মাওলানা আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রিদওয়ানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন ও সহ-প্রচার সম্পাদক মাওলানা মনিরুল ইসলামসহ উপজেলার কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন তার বক্তব্যে বলেন,ইসরায়েল হচ্ছে রক্ত খেকো জাতি। তারা ইসরায়েল নামের জারজ সন্তান। তারা অব্যাহতভাবে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের অবমাননা এবং ফিলিস্তিনি মুসলমানদের উপরে ধারাবাহিকভাবে নির্যাতন চালিয়ে আসছে। যা সভ্য সমাজে কখনো গ্রহণযোগ্য নয়। তাই অবিলম্বে ইসরাইলি এ আগ্রাসন বন্ধ করতে হবে। না হয় সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি হামলার দাঁত ভাঙ্গা জবাব দিবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কের দক্ষিণ দিকে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় গিয়ে শেষ হয়।
শিরোনামঃ
নোটিশঃ
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রাম সাতকানিয়ায় ওলামা মাশায়েখের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত
- শংকর কান্তি দাশ
- Update Time : ০৬:১৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- ১৬২ Time View
Tag :
Popular Post