
মোঃ লিটন চৌধুরী,উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাজাঁসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সদর থানার ডিআইটি ও কিল্লারপুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লা মডেল থানার মাসদাইর বাজার এলাকার নয়ন (২২) চাষাড়া ব্যাংক কলোনির আনোয়ার হোসেনের পুত্র জাহাঙ্গীর (৪০) ও সদর মডেল থানার কিল্লারপুল এলাকার মাজার গলির মৃত আব্দুল খালেকের পুত্র মজিবুর রহমান রিপন (৫০), একই থানার ডিআইটি পাক্কা মাথার মনসুর মিয়ার পুত্র কালাম (৩৫)।
কিল্লারপুল থেকে গ্রেফতারকৃত মজিবর রহমান রিপনের নিকট থেকে ২০ বোতল ফেনসিডিল ও ডিআইটি থেকে গ্রেফতারকৃত কালাম, জাহাঙ্গীর এবং নয়নের নিকট থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফজলুল হক খান সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে প্রথমে সদর মডেল থানার কিল্লারপুর মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল সহ মজিবর রহমান রিপনকে গ্রেফতার করে। একই দিন রাত সাতটার দিকে সদর থানার ডিআইটি এলাকায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজা সহ কালাম, জাহাঙ্গীর ও নয়নকে গ্রেফতার করে।
এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সদর মডেল থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।