অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় চিত্রশিল্পী, কবি সাহাদাত হোসেন-এর দ্বিতীয় কাব্যগ্রন্থ “তোমার ইশারায় সিম্ফনি”। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান বারোমাসি প্রকাশনী। কবি সাহাদাত হোসেনের জন্ম ০৯ শ্রাবণ, ১৪০৬ সনে ভোলার একটি ১৪ ঘর গ্রামে। ছোটবেলা থেকে তিনি সাহিত্যের প্রতি এক টান অনুভব করেন। সাহিত্যকে ভালোবেসে কলমের কালিতে সাজান গদ্য ও পদ্য, তিনি বলেন—আমার একটা কল্পনার আলাদা ইউনিভার্স আছে যেখান থেকে আমি রিয়েলিটি উদ্ভাবন করি। আর সেই কল্পনার একটা অংশ হচ্ছে ‘তোমার ইশারায় সিম্ফনি’। তোমার ইশারায় সিম্ফনি হয়ে ওঠে মেহেগনি বন, নদীর স্রোত ও চড়ুই পাখির কিচিরমিচির, যা থেমে যায় মাগরিবের সময়। অণুকাব্যের এহেন সংকলন নি:সন্দেহে মননশীল পাঠককূলের হৃদয় ছুঁয়ে গিয়ে রসদ যোগাবে তাদের নব-চিন্তনে। পাঠক, আপনাকে স্বাগত।
অমর একুশে বইমেলা ২০২৩-এ শে কবি’র প্রথম বই “ভায়োলেন্স ইন দ্য ফ্লাওয়ার” প্রকাশিত হয়। বইটি সে সময় পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেন।
কবি-র জন্য জন্য শুভকামনা রইল! ভাবেই লিখে চলুন একজীবন।
শিরোনামঃ
নোটিশঃ
বইমেলায় আসছে উদীয়মান তরুণ কবি সাহাদাত হোসেন- এর “তোমার ইশারায় সিম্ফনি”
- মোঃ সেলিম হাসান
- Update Time : ০৮:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- ৮৮৯ Time View
Tag :
Popular Post