নিজস্ব প্রতিবেদক: লেখক মারুফ রুসাফী— প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও — এর পার্শ্ববর্তী এক গ্রামে জন্মগ্রহণ করেন । বর্তমানে ঢাকায় বসবাস করেন কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসেন নিজের সেই জন্মস্থান গ্রামকেই । লেখক ঢাকার সুনামধন্য একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি লেখালেখি করেন, সাথে বই অঙ্গন প্রকাশন এর Content writer হিসেবে কর্মরত আছেন।
লেখক অশুদ্ধ কুয়াশার আবরণ সরিয়ে একটি শুদ্ধ পৃথিবী দেখতে চান— যেখানে শুদ্ধতার এবং ভালোবাসার মিলন ঘটে। লেখক ঝকঝকে নীল আকাশ দেখতে ভালোবাসেন ।
লেখক মারুফ রুসাফী’র ইতোমধ্যে দুটি বই এথেইস্ট এবং নিকাব হাজারো পাঠকের হৃদয় কেড়েছে। এবার একুশে বইমেলাকে সামনে রেখে প্রকাশিত হচ্ছে লেখকের নতুন বই সেই পুরোনো ডায়েরী।
সেই পুরোনো ডায়েরী বইটির জনরা রহস্য উপন্যাস। সম্ভাব্য প্রকাশকাল নভেম্বর ২০২৩ ইং। বইটি প্রকাশিত হতে যাচ্ছে বই অঙ্গন প্রকাশন থেকে। সেই পুরোনো ডায়েরী বইটি পাঠক কেনো পড়বেন? এমন প্রশ্নের উত্তরে লেখক বলেছেন —
সেই পুরোনো ডায়েরী নাম শুনেই পাঠক বুঝতে পেরেছেন বইটিতে ডায়েরি নিয়ে কিছু থাকবে। তা অবশ্যই একটি পুরোনো ডায়েরি থাকবে, যে ডায়েরিতে কিছু আবেগ, কিছু অনুভূতি, কিছু মায়া এবং জীবনের কিছু গল্প লেখা আছে। কার লেখা ডায়েরি এবং এ ডায়েরি নিয়ে কী এমন আছে তা পাঠক বইটি পড়লেই বুঝতে পারবেন।
বইটিতে তুলে ধরা হয়েছে, মাঝে মাঝে আমাদের রাগ, অভিমান, অবহেলা আমাদের জীবনের অনেক ক্ষতি করে দিতে পারে, কখনো কখনো দীর্ঘ দিনের এই রাগ, অভিমান, অবহেলা আমাদের প্রিয় মানুষটিকেও আমাদের জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিতে পারে।
আত্মহত্যা এবং পোস্টমর্টেমের কিছু ভয়াবহতা বইটিতে তুলে ধরা হয়েছে। যারা ডিপ্রেশনে ভুগছে, তাদের জন্য এ বিষয়গুলো খুবই উপকারী হবে বলে আশা রাখি। সর্বোপরি বইটি পড়তে গিয়ে আপনি বাস্তবতা উপলব্ধি করতে পারবেন। বাস্তবতা কখনো কখনো খুব কঠিন হয়!
লেখক মারুফ রুসাফী তার লেখনীর মতোই স্নিগ্ধ ও সহজ-সরল জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। জীবনটাকে সরলতার মাঝেই আঁটকে রাখতে চান। লেখকের সেই পুরোনো ডায়েরী বইটি আশাকরি এথেইস্ট এবং নিকাব এর মতোই পাঠকপ্রিয়তা পাবে। সেই পুরোনো ডায়েরী বইয়ের কিছু লাইন, কিছু অণুকাব্য পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।