মোঃ সেলিম হাসানঃ২০২৪ অমর একুশে বইমেলায় আসছে উদীয়মান তরুণ কবি সালমা জাহান সানিয়া চতুর্থ কাব্যগ্রন্থ ‘অলক্ষ্যে তুমি চোখের কাজল’।বইটি প্রকাশ করছে বাংলাদেশের অন্যতম প্রকাশনী সংস্থা কিংবদন্তি পাবলিকেশন। কাজী ফরহাদের চমৎকার নামলিপিতে বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন মোঃ সাদিতউজ্জামান। বইটির মলাটমূল্য ৩০০ টাকা।
উল্লেখ্য, কবি সালমা জাহান সনিয়ার জন্ম ২০ মার্চ লক্ষ্মীপুর জেলায়।বর্তমানে তিনি ঢাকার বাসিন্দা।পড়াশোনা করেছে দাখিল-আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদ্রাসায়। ইন্টারমিডিয়েট- সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, তিনি সেখানে জীবনের শ্রেষ্ঠ অধ্যায় পার করছে। বর্তমানে ইডেন মহিলা কলেজে অর্থনীতি বিভাগে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। মানুষটিকে জানার মধ্যে বরং এতটুকুই থাকুক। তিনি তার লেখার মাধ্যমে নিজের পরিচয় দিতে চায়।
বইটি সম্পর্কে জানতে চাইলে সালমা জাহান সনিয়া বলেন, অলক্ষ্যে তুমি চোখের কাজল আমার চতুর্থ কাব্যগ্রন্থ। বইটির পাণ্ডুলিপি গোছানোর সময় চেষ্টা করেছি মোটামুটি সব ধরনের কবিতা রাখার।
তিনি আশা ব্যক্ত করে বলেন, বিগত বইমেলাগুলোতে নতুন হিসাবে পাঠকের যেমন সাড়া পেয়েছি আশাকরি নতুন বইটিও পাঠক সাদরে গ্রহণ করবেন।
সালমা জাহান সনিয়ার প্রকাশিত বইসমূহ- নোনাজলে চাঁদের হাসি, সভ্যতার শেষ স্টেশন, এক রাতের পাণ্ডুলিপি।
তার প্রতিটি লেখা গিয়ে রেখাপাত করে মনের অতল গহীনে। তার প্রথম অনুভূতি জড়ানো কাব্যগ্রন্থ “নোনাজলে চাঁদের হাসি” এবং অনুভূতি জড়ানো দ্বিতীয় কাব্যগ্রন্থ “সভ্যতার শেষ স্টেশন ” বই দুটি’র সফলতার জন্য এই কবি বেশ প্রসংশিত হয়েছে। বই দুটি সে সময়ে পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।