নিজস্ব প্রতিবেদকঃ ২০২৪ অমর একুশে বইমেলায় আসছে উদীয়মান তরুণ কবি সালমা জাহান সানিয়া তৃতীয় কাব্যগ্রন্থ ‘এক রাতের পাণ্ডুলিপি। বইটি প্রকাশ করছে বাংলাদেশের অন্যতম প্রকাশনী সংস্থা বইমই। বইটির চমৎকার প্রচ্ছদ করছেন বর্তমান সময়ে জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী শাহাদাত হোসেন।
উল্লেখ্য, এই সালমা জাহান সনিয়ার জন্ম ২০ মার্চ লক্ষ্মীপুর জেলায়।বর্তমানে তিনি ঢাকার বাসিন্দা।পড়াশোনা করেছে দাখিল-আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদ্রাসায়। ইন্টারমিডিয়েট- সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, তিনি সেখানে জীবনের শ্রেষ্ঠ অধ্যায় পার করছে। বর্তমানে ইডেন মহিলা কলেজে অর্থনীতি বিভাগে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। মানুষটিকে জানার মধ্যে বরং এতটুকুই থাকুক। তিনি তার লেখার মাধ্যমে নিজের পরিচয় দিতে চায়।
তিনি বলেন— আমার প্রিয় পাঠক/পাঠিকা ও শুভাকাঙ্ক্ষী আমার পরিচয়। তাদের ভালোবাসা আমাকে বরাবরই মুগ্ধ করে। আমি বেঁচে থাকতে চাই এক জীবন তাদের এই ভালোবাসায়।
কলমে অদ্ভুত রকমের যাদু রয়েছে এই মানুষটির লেখায়। এই মানুষটির লেখা পড়লে এক অদ্ভুত ভালোলাগা কাজ করে। তার প্রতিটি লেখা গিয়ে রেখাপাত করে মনের অতল গহীনে। তার প্রথম অনুভূতি জড়ানো কাব্যগ্রন্থ “নোনাজলে চাঁদের হাসি” এবং অনুভূতি জড়ানো দ্বিতীয় কাব্যগ্রন্থ “সভ্যতার শেষ স্টেশন ” বই দুটি’র সফলতার জন্য এই কবি বেশ প্রসংশিত হয়েছে। বই দুটি সে সময়ে পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
“একরাতের পাণ্ডুলিপি”
বইটির ফ্ল্যাপ লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসেন তিনি বলেন—কবিতা নিয়ে আমার ভাবনা খুব সহজ। নানাবিধ জটিল সংজ্ঞা, তত্ত্ব , বিচার বিশ্লেষণে না গিয়ে কবিতাকে আমি মূলত গল্পই বলি। ছন্দবদ্ধ গল্প। কারণ, কবিতা যা বলে তাতো মন ও মানুষের অনুভূতির গল্পই। সেই গল্প যে যত সহজ, যত নান্দনিক ও প্রাণসঞ্চারি শব্দে বলতে পারে, তা তত বেশি পাঠকের হৃদয়ের কাছাকাছি হয়ে ওঠে।
সনিয়ার খুব বেশি লেখা পড়ার সৌভাগ্য আমার হয়নি। এই কবিতার বইয়ের কিছু কবিতা আমি পড়েছি। সহজ শব্দ ও ভাষায় সে তার অনুভূতি প্রকাশ করতে চেয়েছে। সেখানে মাত্রা, ছন্দের যথাযথ ব্যবহার হয়তো অনুপস্থিত। হয়তো সে চেষ্টা করেছে কেবল কথামালার মধ্য দিয়ে নিজের ভাবনা প্রকাশ করতে। আশা করছি, তার সেই প্রকাশ পাঠকের হৃদয়ের ভাষা হয়ে তাদের অনুভব স্পর্শ করবে।
সাদাত হোসাইন
কথাসাহিত্যিক
কবি সালমা জাহান সানিয়া এভাবেই লিখে যেতে চান আগামীর দিনগুলোতেও! পাঠক/পাঠিকা ও শুভাকাঙ্ক্ষীদের প্রাপ্ত দোয়া এবং ভালোবাসায় তার পথ চলা।
আমরা তার সফলতা কামনা করি!