
মোঃ হারুন অর রশিদ,বগুড়া জেলা প্রতিনিধি★ ঈদের দিন সকালে বগুড়ার নয়মাইলে নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসচালককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে সিরাজগঞ্জ থেকে জব্দ করা হয়েছে ঘাতক বাসটিও।
গ্রেপ্তার বাসচালকের নাম জসিম উদ্দিন ওরফে ‘নানা’। তিনি বরগুনার কুদিঘাটা এলাকার আজাহার আলীর ছেলে। তবে গাজীপুরের কালিয়াকৈরে অস্থায়ীভাবে থাকতেন তিনি। বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়া হাইওয়ে পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মো. শহিদ উল্লাহ।