
মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: টিম ডিবি বগুড়া’র বিশেষ অভিযানে ৫০০ টাকা মূল্যমানের সর্বমোট ২,৪৪০০০ (দুই লক্ষ চুয়াচল্লিশ হাজার) টাকার জাল নোটসহ ০১(এক) জন গ্রেফতার।
বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার বিশেষ অভিযানে ৫০০ টাকা মূল্যমানের সর্বমোট ২,৪৪০০০ (দুই লক্ষ চুয়াচল্লিশ হাজার) টাকার জাল নোটসহ ০১(এক) জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং ০৭/০৩/২০২৫ তারিখ রাত্রী ১৭.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার দুঁপচাচিয়া থানাধীন পশ্চিম আলোহালী পাড়া গ্রামস্থ্য জনৈক মোঃ মুনসুর রহমান এর বাড়ীর সামনে হেয়ারিং রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ রাসেল মন্ডল (৩০), পিতা মৃত আশরাফ আলী, মাতা মোছাঃ রাশিদা বিবি, সাং-বনতেতুলিয়া, থানা দুঁপচাচিয়া, জেলা বগুড়াকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হইতে ৫০০ টাকা মূল্যমানের ৪৮৮ টি জাল নোট সর্বমোট=২,৪৪০০০ (দুই লক্ষ চুয়াচল্লিশ হাজার) টাকা জাল নোট উদ্ধার করা হয়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল মন্ডল এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে সর্বমোট ১৪(চৌদ্দ) টি মামলা রহিয়াছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া দুপচাঁচিয়া থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।