
মোঃ হারুন অর রশিদ,বগুড়া জেলা প্রতিনিধি: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি, বগুড়া-এর অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় ৫ নম্বর পলাতক আসামি মোঃ বাবলু (২৮) গ্রেফতার হয়েছে।
গত বছরের ২০২৪ সালের ৬ আগস্ট সকালে বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় ক্লাব ও মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় শাখারিয়া দক্ষিণপাড়ার মোঃ রফিকুল ইসলাম নিহত হন। নিহতের কন্যা বাদী হয়ে বগুড়া সদর থানায় পাঁচজনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১২ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার ৫ নম্বর আসামি মোঃ বাবলু গ্রেফতার এড়াতে শাখারিয়া দক্ষিণপাড়া এলাকায় অবস্থান করছে। এরপর ৩ জুন ২০২৫ রাত ১০টায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে মোঃ বাবলুকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বাবলু (২৮), পিতা মৃত বুলবুল, সাং- শাখারিয়া দক্ষিণপাড়া, থানা ও জেলা: বগুড়া—তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সদর থানা, বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।