মোঃ হারুন অর রশিদ,
কাহালু (বগুড়া) প্রতিনিধি:রোববার দিবাগত রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল বাবলাতলা এলাকায় অবস্থিত এবি গ্লাস কারখানার সিকিউরিটি গার্ড আব্দুল বাছেদ (৬১) কে কারখানার ভিতরে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সোমবার সকাল ৯টার দিকে কাহালু থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ ৩ জন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।
আব্দুল বাছেদ কাহালু উপজেলার কালাই ইউনিয়নের দামগাড়া গ্রামের মৃতঃ চানমিয়া প্রামাণিকের পুত্র।
কারখানার পশ্চিম সাইডে রাতে আব্দুল বাছেদের ডিউটি ছিল। তার মাথায় লোহার এঙ্গেল দিয়ে আঘাত করে তার মাথা ক্ষতবিক্ষত করে তাকে হত্যা করা হয়।
এবি গ্লাস কারখানার ম্যানেজার তোফাজ্জল হোসেন জানান, ৩ মাস পূর্বে আব্দুল বাছেদ সিকিউরিটি গার্ড হিসেবে যোগদান করেন। রোববার দুপুর ২ টা থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত তার ডিউটি ছিল। সকাল ৬টার দিকে তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। তিনি আরও জানান তার ব্যবহৃত মোবাইল পাওয়া যাচ্ছে না সে গতকাল বেতন পেয়ে ছিল।
ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার সহকারী পুলিশ সুপার নন্দীগ্রাম (সার্কেল) ওমর আলী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ বি এম ফিরোজ ওয়াহিদ। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছিল।
শিরোনামঃ
নোটিশঃ
বগুড়ার কাহালুতে এবি গ্লাস ফ্যাক্টরির সিকিউরিটি হত্যা
- Reporter Name
- Update Time : ০৮:১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- ১৭৫ Time View
Tag :
Popular Post