মোঃ হারুন অর রশিদ,
কাহালু (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন হাট বাজারে শীতকালীন সবজি আসায় কমেছে সব ধরনের সবজির দাম। দাম কমে আসায় কিছুটা স্বস্তিতে রয়েছে । তবে আলুর দাম কেজিতে ২০ টাকা কমলেও পেঁয়াজের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে মসলার বাজারে কিছুতেই স্বস্তি মিলছেনা ক্রেতাদের। ভোজ্য তেল সয়াবিন ১ লিটার বোতল জাত ও কেজিতে ১৬৫ টাকা ক্রেতাদের সহনীয় পর্যায়ে রয়েছে। আদা, রশুন যথারিতি কেজিতে ২শ টাকা বিক্রি হলেও জিরা প্রতি কেজি ১২’শ টাকায় ও কালো এলাচ ২ হাজার টাকা দরে ক্রয় করতে কপালে ভাজ পড়েছে ক্রেতা সাধারণের । শনিবার বগুড়ার কাহালু পৌর হাট বাজারে কাঁচা সবজির বাজার ঘুরে দেখা গেছে, বেগুন কেজিতে ৪০- ৫০ মুলা ৩০ পটল ৪০ করলা ৪০ ফুলকপি ৫০ সিম ৭০-৮০ টাকা দরে দোকানিদের এসব সবজি বিক্রি করতে দেখা গেছে । তবে শীতকালীন অন্যতম সবজি গাঁজর কেজিতে ১৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। গেল সপ্তাহে সবধরনের সবজি কেজিতে ১শ টাকার বেশী বিক্রি হলেও বর্তমানে তা কমিয়ে ৫০ টাকার নিচে বিক্রি হচ্ছে। এতে ক্রেতাদের সবজি ক্রয়ে অনেকটা স্বস্তি মিলছে বলে ক্রেতারা জানান। অপরদিকে সবজি চাষি ও ব্যসায়ীরা জানান, শীত মৌসুমে ক্ষেতে সবজির উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাজারে সবজির আমদানি বেশী হওয়ায় দাম কমে এসেছে । এদিকে সরকার আলু ও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে প্রতি কেজি আলু ৩৬ ও পেঁয়াজের দর ৬৭ টাকা নির্ধারণ করে দিলেও ৮০ টাকা কেজি দরের আলু এখন ৫০ – ৬০ টাকায় ও ৬৭ টাকার পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে । দেড় সপ্তাহ আগে সবজির দাম অস্বাভাবিক বৃদ্ধিতে অস্বস্তিতে পড়ে ক্রেতারা। বাজারে শীতকালীন সবজি আসায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের। তবে কাঁচা মরিচের ঝাঁজ কমে কেজিতে বিক্রি হচ্ছে ১শ – ১২০ টাকায়। অপরদিকে বাজারে ভোক্তা পর্যায়ে ডিমের দাম স্থিতিশীল রাখতে সরকারের ডিম আমদানির সিদ্ধান্তে বাজারে ডিমের দাম হালিতে ৪ টাকা কমে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। আর সোনালী মুরগির দাম কেজিতে ৩ শ টাকায় অপরিবর্তিত রয়েছে। তবে শীত মৌসুমে বাজারে কাঁচা সবজির ব্যাপক আমদানি হ ওয়ায় আরও দাম কমবে বলে আসা করছেন ক্রেতারা।
শিরোনামঃ
নোটিশঃ
বগুড়ার কাহালুতে কাঁচা সবজির বাজারে ক্রেতাদের স্বস্তি মিললেও পেঁয়াজের ঝাঁজে ক্ষুব্ধ ক্রেতারা
- মোঃ হারুন অর রশিদ
- Update Time : ০৬:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- ২৪৬ Time View
Tag :
Popular Post