মোঃ হারুন অর রশিদ,
কাহালু (বগুড়া) প্রতিনিধি:রবিবার সকালে বগুড়ার কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাহালুর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু – নন্দীগ্রাম এলাকার জাতীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসার রাকিব হাসান এর সন্চালনে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ লালু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইফতেখার রসুল ছিদ্দিক, উপ সহকারি কৃষি অফিসার তপন কুমার, কাহালু সদর ইউপি চেয়ারম্যান পিএম বেলাল হোসেন, সহ ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনার আওতায় রবি ২০২৩/২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালিন সবজি, মুগ ও মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকরা ১০ কেজি টিএসপি ১০ কেজি এমওপি ও ১ কেজি সরিষা বীজ পাবেন। পর্যায়ক্রমে এবার উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট ৪ হাজার ৮ শ ৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।
শিরোনামঃ
নোটিশঃ
বগুড়ার কাহালুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এম পি তানসেন
- মোঃ হারুন অর রশিদ
- Update Time : ০৭:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- ২৯০ Time View
Tag :
Popular Post