
মোঃ হারুন অর রশিদ,
বগুড়া জেলা প্রতিনিধি: গতকাল সন্ধ্যায় কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারমাইল নামক স্থানে তিনদিঘী থেকে দুপচাঁচিয়ায় আসার পথে একটি মোটরসাইকেল নওগাঁ থেকে বগুড়া গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক স্পটে নিহত হয়। মোটরসাইকেল চালক এর নাম শিহাব (২৮)পিতা মৃত মুক্তিযোদ্ধা আঃ মোমিন আক্কেলপুর থানা পৌরসভার পিছনে সন্তা গ্রামের বাসিন্দা কাহালু থানা পুলিশ লাশটি সনাক্ত করে মৃত ব্যাক্তির পরিবারের কাছে হস্তান্তর করে।