
মোঃ হারুন অর রশিদ,বগুড়া জেলা প্রতিনিধি: মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু থানার এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে বগুড়া সদরের এরুলিয়া এলাকা থেকে ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি জহুরুল ইসলাম (৫০) কে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত জহুরুল ইসলাম কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সুবইল গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র।
থানা পুলিশ জানান, অর্থঋণ মামলায় আদালত জহুরুল ইসলামকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।