
মোঃ হারুন অর রশিদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে প্রিয়াংকা রাণী (২৩) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি উত্তরপাড়ার উদয়ন প্রামানিকের স্ত্রী।
গত সোমবার (৯ই জুন) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়। তিনি গত ২ জুন নাগরকান্দি এলাকার নিজ বাড়িতে বিষপান করে বলে দাবি করেছে স্বামীর পরিবার। পারিবারিক কলহে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।