মোঃ মিনহাজুল ইসলাম মিনুল,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি★ বগুড়ার শিবগঞ্জে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টায় মৃত্যুর সাথে পাঞ্জারত মাদ্রাসা শিক্ষার্থী মারুফা (১৮) ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় ৪০দিন পর মারা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এর আগে দুপুর ১টা দিকে ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মারুফার চাচা কামরুজ্জামান।
নিহত মারুফা উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামের মাসুদুর রহমানের মেয়ে।
মারুফা শিবগঞ্জের নান্দুড়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার আলিম প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলো। গত ৭ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজ এর সময় স্থানীয় বখাটে সাইফুল ইসলাম (২৮) ও তার দুই সহযোগি রঞ্জু ও নাঈম মারুফাকে বাড়িতে বৃষ্টির মধ্যে একা পেয়ে ধর্ষণের পর আগুনে পুড়ে মারার চেষ্টা করে।
এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর শিবগঞ্জ থানায় মারুফার পিতা মাসুদুর রহমান বাদী হয়ে ৩জনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ এ মামলায় সাইফুল ইসলাম (২৮) নামের এক জনকে আটক করে জেল হাজুতে প্রেরণ করে। মামলার বাকী দুই আসামী রঞ্জু (৪০) ও নাঈম (২৩) পলাতক রয়েছে।