
মোঃ হারুন অর রশিদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দি উপজেলার বাঙালি নদীতে গোসল করতে গিয়ে ফাতেমা আদুরী (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ। গত মঙ্গলবার (১০ই জুন) বিকেলে উপজেলার ডেবডাঙ্গা বাঙালি নদীতে। আদরী বগুড়া শহরের জয়পুর পাড়ার মকবুল শেখের মেয়ে। ক্যাপ্টেন মাল্টিমিডিয়া পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। সদর ইউনিয়নের দিঘলকান্দির তরফদার পাড়া এলাকায় রহিদুল ইসলামের মেয়ে রত্না (বান্ধবীর) বিয়েতে বাড়িতে আসেন আদুরী। অতিরিক্ত গরমের কারণে বাঙালি নদীতে গোসলে নামেন আদরী সহ তার কয়েকজন বান্ধবী। গোসলের এক পর্যায়ে নিখোঁজ হয়।
নিখোঁজ ফাতেমা আদরীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।