মেহেদি হাসান পলাশ,বগুড়া: বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে নয়ন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আজ ২৪ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নয়ন ওই গ্রামের মজনু মিয়ার ছেলে। নয়ন ঢাকার একটি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী।
এলাকাবাসী জানান, নয়নের বাবা ঢাকায় সিলিং মিস্ত্রির কাজ করেন। গতকাল সোমবার নয়ন ঢাকা থেকে বাড়িতে আসে। আজ সকালে ঘুম থেকে না উঠায় তার মা ৯টার দিকে দরজার ফাঁক দিয়ে দেখতে পান নয়ন সেলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলে আছে। তার মায়ের চিৎকারে বাড়ির পাশের লোকজন এসে মরদেহ নামায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির পাশের লোকজন বলেন, পারিবারিক বিষয় নিয়ে রাতে মায়ের সাথে নয়নের কথা কাটাকাটি হয়। পরে, রাতের খাবার খেয়ে সে নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে শুনলাম সে আত্মহত্যা করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
শিরোনামঃ
নোটিশঃ
বগুড়া,শেরপুরে অভিমান করে যুবকের আত্মহত্যা
- Reporter Name
- Update Time : ০৩:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- ২০০ Time View
Tag :
Popular Post