মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে তাল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আরফান আলী (৬০) নামের এক গাছিয়ার মৃত্যু হয়েছে। প্রায় ২ ঘন্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা তালগাছ থেকে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় আদমদীঘি উপজেলা সদর ইউপির কদমা গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। উক্ত গাছিয়া নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল আশ্রয় কেন্দ্রের উমিদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে আলফান আলী নামের ওই গাছিয়া আদমদীঘির সদর ইউনিয়নের কদমা গ্রামের সরকারি রাস্তার পাশে অবস্থিত তালগাছে উঠে ডাল কাটার সময় পল্লী বিদ্যূতের টানা খোলা তারে একটি ডাল পড়ে গাছিয়া আরফান আলীকে বিদ্যুৎস্পর্শ করে। এতে তিনি গাছেই বিদ্যুতায়িত হয়ে ঝুলে থাকে। এ ঘটনার প্রায় ২ ঘন্টা পর বেলা ১২ টায় আদমদীঘির ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আরফান আলীকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
শিরোনামঃ
নোটিশঃ
বগুড়া আদমদিঘী তাল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে গাছিয়ার মৃত্যু
- Reporter Name
- Update Time : ১০:৫৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- ৮৫ Time View
Tag :
Popular Post