
মোঃ মাসুদ রানা,
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: আন্তর্জাতিক তাইকোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনাম যাচ্ছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জমজ ভাই-বোন সাইব আহমেদ ও রুফাইদা আনসারিয়া। ভিয়েতনামের হালংবে তে আগামী ৬ হতে ৯ ডিসেম্বর চার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াল্ড পুলিশ তায়কোয়ানদো ফেডারেশন এর পৃষ্টপোষকতায়- ২৪ এশিয়ান পুলিশ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ ।
উক্ত
প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এর অর্থায়নে বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন থেকে ৬ জন পুরুষ ও বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর অর্থায়নে ২জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করছেন। পুরুষ খেলোয়াড়ের মধ্যে
শুভ মিয়া, আবু জায়েদ খান, প্রিয়ন্তা রয়, সাহাবুল ইসলাম, মাহমুদ জামান ও দুপচাঁচিয়ার সাইব আহমেদ এবং ২ জন নারী খেলোয়াড়ের মধ্যে মারিন আশরাফী ও দুপচাঁচিয়ার রুফাইদা আনসারিয়া অংশগ্রহণ করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জমজ সন্তানের পিতা ও তায়কোয়ানদো শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়া ও বগুড়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম এবং ব্যাডমিন্টন গ্রাউন্ড দুপচাঁচিয়া উপজেলা শাখার প্রশিক্ষক লিয়াকত হোসেন উজ্জ্বল। তিনি জমজ সন্তানের সাফল্যে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।