মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: দুপচাঁচিয়ায় আলুর ক্ষেতে সেচ দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের কোদালের আঘাতে আব্দুল আজিজ নামের একজন গুরুতর আহত হয়েছেন। আহত আব্দুল আজিজ উপজেলার তালোড়া ইউনিয়নের দেবখন্ড চকশোলা গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে। গত ১জানুয়ারি বুধবার সকালে তালোড়ার চকশোলা এলাকার মাঠে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় তার ভাই আব্দুল মজিদ বাদী হয়ে ৩জনের নামে দুপচাঁচিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনারদিন আব্দুল আজিজ তার আলু ক্ষেত্রে সেচ দেয়ার জন্য যায়। এতে প্রতিপক্ষ একই এলাকার চকমাধব গ্রামের মৃত ফয়েজ মৃধার ছেলে ইসমাইল হোসেনের সঙ্গে সেচ নিয়ে বাক বিতন্ডা হয়। এর এক পর্যায়ে ইসমাইলের ছেলে বাবলু ওরফে বাবু তার হাতে থাকা কোদাল নিয়ে আজিজের মাথায় আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হয়। আহত আজিজকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে(শজিমেক) প্রেরণ করা হয়।
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নাসিরুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনামঃ
নোটিশঃ
বগুড় দুপচাঁচিয়া আলুর ক্ষেতে সেচ দেওয়া নিয়ে প্রতিপক্ষের কোদালের আঘাতে আহত একজন
- Reporter Name
- Update Time : ০৮:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- ৬৮ Time View
Tag :
Popular Post