মোঃআমিন উল্লাহ টিপু,চন্দনাইশ প্রতিনিধি: ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন আজ ০৮ অক্টোবর ২০২৩খ্রি রবিবার কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিএমটি বিভাগের নবাগত ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।
ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরমা কলেজ গভর্নিং বডির সদস্য মাহমুদ বিন কাশেম, বলরাম চক্রবর্তী, জামশেদ মোহাম্মদ গউস, এসএম সেলিম, শফিকুল ইসলাম, সাইফুদ্দীন মিন্টু।
ওরিয়েন্টেশনে ভর্তি কমিটির আহবায়ক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ খালেদুর রহমান ও ফিন্যান্স বিভাগের প্রভাষক মুহাম্মদ আবুল মনসুর এর সঞ্চলনায় উপস্থিত অতিথিবৃন্দ নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনা স্মার্ট বাংলাদেশ’ গড়ার নিমিত্ত্বে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমজের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের অন্যতম শক্তি হচ্ছে মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক। কাজেই মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরও একযোগে এগিয়ে আসতে হবে। ওরিয়েন্টেশন ক্লাসে অতিথিরা বক্তৃতায় এসব কথা বলেন।
নবাগত ছাত্র-ছাত্রীদের সাথে বিষয়ভিত্তিক শিক্ষকগণের পরিচয় শেষে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজকে স্মার্ট নাগরিকে তৈরি করতে ও আগামীর সুন্দর ভবিষ্যত বিনির্মানে নিজেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে নির্দেশনা দেন।সভায় সকল বিষয়ের শিক্ষকগণ বক্তব্য রাখেন।