ইমাম হোসাইন,কুমিল্লা: কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বর্তমান সভাপতি প্রার্থী মোঃ সারওয়ার হোসেন বাবু বলেন,আজকাল অনেকেই নিজের পকেট ভারী করার জন্য রাজনীতি করে।অনেকেই ক্ষমতা দেখানোর জন্য রাজনীতি করে। কিন্তু আমারা রাজনীতি করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসাবে এদেশের উন্নয়ন করা এদেশের মেহনতী মানুষের পাশে থাকা। তেমনি আমাদের বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রার স্বপ্নসারথি ও রূপকার দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।
রবিবার(৮ অক্টোবর) দুপুরে কুমিল্লার তিতাস উপজেলা গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সারওয়ার হোসেন বাবু বলেন,আজকে বাংলাদেশে যত উন্নয়ন দেখছেন পাচ্ছেন।পদ্মা সেতু,মেট্রোরেল,এলিভেটেড এক্সপ্রেসওয়ে,কর্ণফুলী টানেলসহ সেসকল দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন।তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে আবারও পূনরায় প্রধানমন্ত্রী করে উন্নয়ন করার সুযোগ করে দিবেন।
তিনি উপস্থিত নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন,আপনাদের কারও পড়া লেখা করতে কোনো আর্থিক সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো। এবং রাস্তাঘাটে কেউ ইভটিজিং অথবা বিরক্ত করেলে,আপনারা তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যুবলীগ ও ছাত্রলীগ সব সময় আপনাদের পাশি আছি এবং পাশে থাকবো।
এ-সময় শিক্ষা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন,গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন,তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার,কড়িকান্দি সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ মুন্সি,সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তাঁরা,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাওন মাষ্টার,যুবলীগ নেতা আনিছুর রহমান আনিছ, ইয়াসিন খান সুমনসহ কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।