
সুজন চক্রবর্তী⬛ভারত প্রতিনিধি:
বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতন ও ধর্মীয় নিপীড়ন বন্ধে রাষ্ট্র সংঘের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক সামাজিক সংগঠন ‘ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ’।
সংগঠনের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হারাণ দে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শুক্রবার (২৭ জুন) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি ইমেইল পাঠান। ইমেইলে তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ক্রমবর্ধমান চিত্র তুলে ধরে তা বন্ধে রাষ্ট্র সংঘকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
ইমেইলে পরিষদ সভাপতি উল্লেখ করেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের মাত্রা প্রতিনিয়ত বেড়েই চলেছে। দেশের বর্তমান সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রশাসন হিন্দু নির্যাতন রোধে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।
এই পরিস্থিতিতে ভারত সরকারের উচিত রাষ্ট্র সংঘের হস্তক্ষেপ কামনা করে আন্তর্জাতিক পর্যায়ে শক্ত অবস্থান নেওয়া। যাতে করে বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত হিন্দু জনগোষ্ঠী, তাদের নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে নিরাপদে বসবাস করতে পারে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সোচ্চার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। রাষ্ট্রসংঘসহ বিশ্বনেতৃবৃন্দকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় তারা।