মোঃ রেজাউল করিম,
ক্রাইম ইনভেস্টিগেটর,ময়মনসিংহ: আজ সোমবার ০২ অক্টোবর ২০২৩ইং সকাল ১১.০০ ঘটিকায় তারেক স্মৃতি অডিটরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত জেলা সমাবেশ-২০২৩ইং-এর আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম,ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ড. মো: সাইফুর রহমান বিভিএম (বার), রেন্জ কমান্ডার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ।
বক্তাদ্বয় আলোচনা মাধ্যমে বলেন,আমরা দেশ ও জনগণের সেবা করার জন্য শপথ নিয়েছি,জনগণের পাশে থেকে জনগণের সেবায় নিজদের কে নিয়োজিত রাখতে যেন পারি।