মোঃ মিজানুর রহমান,আনোয়ারা প্রতিনিধি: দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদের কাউন্সিল একটি অভিজাত হলরুমে সংগঠনের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
হুমায়ুন কবির ছোটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান পর্যবেক্ষক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক জননেতা এম মহিউল আলম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা মঞ্জুরুল ইসলাম তাহেরী, বিশেষ বক্তা ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ওসমান।
পরে সর্বম্মতিক্রমে মুহাম্মদ ইসমাইল হোসেন কে সভাপতি, এম.আবু সালামকে সাধারণ সম্পাদক, হুমায়ুন কবির ছোটনকে সাংগঠনিক সম্পাদক ও মুহাম্মদ মহিউদ্দিনকে অর্থ সম্পাদক করে ২০২৩-২০২৪ সেশনের জন্য ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।