নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তর করেছে রাশিয়া। এর মধ্য দিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী ক্লাবে যু্ক্ত হলো বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার বিকালে দিকে রাশিয়ার ইউরেনিয়ামের প্রথম চালান হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেস্কি লিখাচেভ সশরীরে উপস্থিত থেকে ইউরেনিয়াম হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষে ইউরেনিয়াম গ্রহণ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
তবে,
এই বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন,বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হলে,বিদ্যুৎ লোড শেডিং এর বিষয়ে অনেকটাই লাগক হবে বলে তারা মনে করছেন।জনসাধারণ অধিকাংশ বিদ্যুতের কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যবোধ মনে করবেন বলে তাদের বিশ্বাস।