শ্রী রতন কুমার রায়,রাজারহাট (কুড়িগ্রাম):
“এসো সবাই গীতা পড়ি,
গীতার আদর্শে জীবন গড়ি “
আজ ০৭ অক্টোবর ২০২৩ইং রোজ শনিবার দুপুরে ১২:০০ ঘটিকায়, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোট রাজারহাট উপজেলার উদ্যোগে তালতলা সার্বজনিন শ্রী শ্রী দূর্গামন্দিরে গীতা স্কুল উদ্ধোধন করেন উক্ত অনুষ্টানে,
প্রধান আলোচক ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী সহদেব চন্দ্র বর্ম্মণ, তদন্ত কর্মকর্তা, পরিসংখ্যান অফিস, রাজারহাট, কুড়িগ্রাম।
গীতা সংগ্রহ ও দান সহায়তায় :- শ্রী রতন কুমার রায়, সভাপতি রাজারহাট উপজেলার হিন্দু যুব মহাজোট।
ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,শ্রী মিহির চন্দ্র রায় শিক্ষক , কাব্য তীর্থ সুধী গঠন এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক।
উপস্থিত ছিলেন অত্র সার্বজনীন দুর্গা মন্দির এর সভাপতি।
সার্বিক তত্বাবধায়নে: প্রিয়ব্রত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটি।
গীতা স্কুল পরিচালনায়: বিপুল রায় কাজল,সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, রাজারহাট উপজেলা শাখা।
গীতা শিক্ষক: মিন্টু কুমার রায়
সদস্য, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাএ মহাজোট, রাজারহাট উপজেলা শাখা।
সঞ্চালনায়: প্রেমাদাশ রায় (রাম),যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, রাজারহাট উপজেলা শাখা।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কনক চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক, তাপস চন্দ্র রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,সুজিৎ চন্দ্র রায় যুব মহাজোট। ছাএ মহাজোট এর শ্রী শান্ত রায় সিনিয়র সহ-সভাপতি, সুদীপ্ত রায় যুগ্ম সাধারণ সম্পাদকসহ আরো অনেকই উপস্থিত ছিলেন।
উক্ত ধর্মীয় আলোচনায় বক্তারা বলেন রাজার হাট উপজেলায় যেখানে যেখানে গীতা স্কুল প্রয়োজন হবে সেখানেই আমাদের জাতীয় হিন্দু যুব মহাজোটের সহযোগিতায় গীতা স্কুল চালু করা হবে ও নতুন গীতা স্কুল চালু করতে চাইলে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব, ছাত্র মহাজোট রাজারহাট উপজেলার সেবকদের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান করেছেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে গীতা, খাতা,কলম, স্ট্যান বিতরণ করা হয়।
আয়োজন: বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, ছাত্র মহাজোট রাজারহাট উপজেলা।