মোঃ নুর আলম সিদ্দীক,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফিলিস্তিনের নিরীহ নারী-শিশু ও সাধারণ জনগণের উপর ইসরাইলের বর্বর ও নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৫ অক্টোবর সকালে বালিয়াডাঙ্গী সম্মিলিত উলামা পরিষদ আয়োজন করে।
বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া ঈদগাহ্ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তমঞ্চে এসে জমায়েত হয়ে উলামা পরিষদ শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাফিউল আলম এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরাইলী সকল পণ্য বন্ধের আহ্বান জানান।
সর্বশেষে মাওলানা আব্দুল মজিদ ফিলিস্তিন মুসলমানসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের কল্যাণ ও মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন।