
মোঃ জসিম,দিনাজপুর জেলা প্রতিনিধি: উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামের মানিক হোসেনের একমাত্র পুত্র সন্তান মনিরুজ্জামান মনির (০৪) সাপের কামড়ে মারা গেছে। মানিক হোসেন অত্র ইউনিয়ন পরিষদের লাগানো ভাতের হোটেলের মালিক এবং অত্র ইউনিয়নের ০৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এই ঘটনা ঘটে। শিশুটি তার বাবা-মার মাঝখানে ঘুমন্ত অবস্থায় ছিল। বিষয়টি বুঝতে পেরে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এ রিপোর্ট লেখাকালীন লাশ দাফনের কার্যক্রম চলছিল। শিশুটির মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে!