
মোঃ সাইফুল ইসলাম–দিনাজপুর(বিরল)◼️
দিনাজপুরের বিরল উপজেলায় ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। বুধবার (২ জুলাই) ভোররাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামে এই অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ ধর্মজান বিওপির টহল দল।
বিজিবি সূত্রে জানা গেছে, ৩১৯/৮ সীমান্ত পিলারের প্রায় ৩০০ গজ ভেতরে আনুমানিক রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তবে উদ্ধারকৃত এসব নিষিদ্ধ মাদকের প্রকৃত মালিক বা পাচারকারীর পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, এ বিষয়ে বিরল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার আওতায় আনা হবে।
এ প্রসঙ্গে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তারা। বিজিবি মাদকমুক্ত বাংলাদেশ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ বলে বার্তায় উল্লেখ করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে মাদকবিরোধী কার্যক্রমে বিজিবির ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।