মো: ফাহিম সরকার,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে হাবিবুর রহমান (৪৩) নামে একজনকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার(১৯ অক্টোবর)রাত আনুমানিক ১২.৩০ ঘটিকার পরে বিরামপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।মৃত হাবিবুর রহমান হিটলার বিরামপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত মনছের আলীর ছোট ছেলে। গলাকেটে হত্যার খবর পেয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হন।
মৃত হাবিবুর রহমান হিটলার তার মা মোছাঃ ছাইতন,স্ত্রী মোছাঃ সুলতানা এবং ২ মেয়ে ও ১ ছেলে সন্তান নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা বলেন,ছেলেটা ভদ্রছিল কোন দিন কারো সাথে কোন বিষয়ে গন্ডগোল করতে দেখিনি। আমাদের এই গ্রামে এমন হত্যাকান্ড কেন হলো আমরা বুঝে উঠতে পারছি না।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিরোনামঃ
নোটিশঃ
বিরামপুরে গলা কাটা লাশ উদ্ধার
- মো: ফাহিম সরকার
- Update Time : ০১:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- ১০৫ Time View
Tag :
Popular Post