মো: ফাহিম সরকার,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রকাশ্যে বাড়িতে ঢুকে একজনকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) আনুমানিক দুপুর ১২ ঘটিকার সময় বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে বাড়িতে ঢুকে প্রকাশ্যে কোবাদ উদ্দিনের উপর হামলা করে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় কোবাদ উদ্দিনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন,বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার।