মো ফাহিম সরকার,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের বিরামপুরে জাতীয় সংবিধান দিবস ও সমবায় দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০.৩০ ঘটিকায় বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংবিধান দিবস ও সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে একটি রেলি বের হয়।রেলি শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে আলোচনা সভায় যোগ দেয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ রকিবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী, সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদিত্য কুমার, মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু,মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মন্ডল সহ প্রমুখ।
এসময় বক্তারা জাতীয় সংবিধান দিবস উপলক্ষে বলেন,১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।এ দিবসটি ‘ক’ শ্রেণির জাতীয় সংবিধান দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধুর ভাবনা/সংবিধানের বর্ণনা’।
‘সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ ‘ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিরামপুরে জাতীয় সমবায় দিবসটি পালন হয়। এসময় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সমবায় সমিতির সদস্যগন উপস্থিত ছিলেন।