মো: ফাহিম সরকার,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩ নং খাঁনপুর ইউনিয়নে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) পণ্য বিতরণে ৪ ও ৫ নং ওয়ার্ডের শতাধিক টিসিবি কার্ডধারীরা টিসিবির পণ্য সামগ্রী না পাওয়ায় উপজেলা পরিষদে অবস্থান নেওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বিরামপুর উপজেলা পরিষদের সামনে বিরামপুর উপজেলার ৩ নং খাঁনপুর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের টিসিবির কার্ডধারীরা টিসিবি পণ্য সামগ্রী না পাওয়ায় ৪ ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা ও প্লাভিয়াস হেমব্রমের সাথে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়।
খাঁনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা জানান, টিসিবি পণ্য সামগ্রী বিতরণ শুরু থেকেই অত্র ইউনিয়নের ৩ টি পয়েন্ট মেসার্স এইচ আর ট্রেডার্স কলাবাগান এবং মেসার্স আসলাম ট্রেডার্সে ইসলাম পাড়ার মাধ্যমে দেওয়া হয়।পয়েন্ট ৩ টি খাঁনপুর বাজার, রতনপুর বাজার,পোড়াগ্রাম বাজার।ডিলারগন সকালে খাঁনপুর বাজার ও পোড়াগ্রাম বাজারে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করে বিকেলে রতনপুর বাজারে ৪,৫ এবং ৬,৭ নং ওয়ার্ডের টিসিবি কার্ডধারী সদস্যদের শুরু থেকেই টিসিবি পণ্য সামগ্রী দিয়ে আসছেন।কিন্তু গত বুধবার (১১ অক্টোবর) ৪ ও ৫ নং ওয়ার্ডের টিসিবি কার্ডধারীরা তাদের নির্ধারিত পয়েন্টে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে কোন টিসিবির পণ্য সামগ্রী পায়নি। এবিষয়ে খানপুর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্যগনের কাছে টিসিবি কার্ডধারীরা টিসিবির পণ্য সামগ্রী না পাওয়ায় বিষয়ে অভিযোগ করলে ইউপি সদস্যগন খাঁনপুর ইউনিয়নের চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহানের সাথে যোগাযোগ করলে তিনি জানান এবার পয়েন্ট ও ডিলার চেঞ্জ করা হয়েছে।৪ ও ৫ নং ওয়ার্ডের টিসিবি কার্ডধারীদের খাঁনপুর বাজার থেকে টিসিবির পণ্য সামগ্রী সংগ্রহ করতে হবে যা উক্ত সময়ে ৫ থেকে ৮ কিলোমিটার দূরত্বে গিয়ে সংগ্রহ করা অসম্ভব। ভুক্তভোগী টিসিবি কার্ডধারীদের অভিযোগ,হঠাৎ পয়েন্ট ও ডিলার চেঞ্জ কেন করা হয়েছে এবং ৪ ও ৫ নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ অবস্থিত এখানে বরাবরের মতো টিসিবি পণ্য সামগ্রী বিতরণ না করে আমাদের এবং ইউপি সদস্যগনকে না জানিয়ে খাঁনপুর বাজারে টিসিবির পণ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত কেন নেয়া হয়েছে।টিসিবি পণ্য সামগ্রী বিতরণের সময়ে ট্যাগ অফিসার উপস্থিত না থাকার বিষয়ে অভিযোগ করেন টিসিবি কার্ডধারীরা।
সরেজমিনে গিয়ে ৩ নং খাঁনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সুকেশ চন্দ্র সরকারের সাথে কথা বললে তিনি জানান, আমিসহ শতাধিক টিসিবি কার্ডধারীরা হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি না জানানোর কারণে টিসিবি পণ্য সামগ্রী হতে বঞ্চিত হয়। পরের দিন বৃহস্পতিবার আমরা টিসিবি কার্ড ধারী সদস্যরা টিসিবি পণ্য না পাওয়ায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেওয়ার উদ্দেশ্যে উপজেলা পরিষদে যায়। তিনি না থাকায় অফিস সহকারী মোকলেছ তাদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে বলেন।
এ বিষয়ে মুঠোফোনে খাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহানের সাথে কথা বললে,তিনি জানান পয়েন্ট চেঞ্জ করার বিষয়টি আমি পরিষদের ইউপি সদস্যদের জানিয়েছি। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সাথে মুঠোফোনে শতাধিক টিসিবি কার্ডধারীরা টিসিবি পণ্য সামগ্রী না পাওয়ার বিষয়ে এবং উপজেলা পরিষদে তাদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি জানান,এ বিষয়ে আমার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। লিখিতভাবে অভিযোগ আসলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।