মো: ফাহিম সরকার,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় শনিবার (২১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপির পক্ষে উপজেলার ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং প্রতিটি পূজা মন্ডপগুলোর পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ ৫০০০ টাকা উপহার প্রদান করেন কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী, খাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান ও পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী মন্ডল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা,উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শ্রী শিবেশ কুমার কুন্ডু, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মাষ্টার, মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও পল্লী বিদ্যুৎ সমিতি-২ সাবেক সভাপতি আবু মূসা সরকার,উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আঃ রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম ইসলাম, পলিপ্রয়াগপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য পলাশ, মুকুন্দপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুলসহ দলীয় নেতৃবৃন্দের অনেকে।
বিরামপুর উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন শেষে ইউনিয়ন চেয়ারম্যানগন জানান, ধর্মীয় সম্প্রীত ও সৌহার্দ্যের এলাকা হিসেবে পরিচিত বিরামপুর । পূজা মন্ডপগুলোতে আনন্দময় ও শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউনিয়ন ও প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইউনিয়ন চেয়ারম্যানদ্বয় আরও জানান, দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক তাঁর নির্বাচনী এলাকার পূজা মন্ডপগুলোতে যাতে সুষ্ঠু-ভাবে দূর্গা পূজা সম্পন্ন হয় সেজন্য সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন এবং দিকনির্দেশনা দিচ্ছেন।উপজেলার প্রতিটি মন্ডপে উৎসবমূখর পরিবেশে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।