মো: ফাহিম সরকার,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয় এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে রেলি,আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের স্মৃতি প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করা হয়।শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে একটি রেলী উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলা অডিটরিয়ামে এসে আলোচনা সভায় যোগ দেয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত কুমার , বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেসবাউল হক,মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেষ কুমার কুন্ডু,দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার বিপুল কৃষ্ণ মন্ডল,উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীজন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ কেক কেটে দিবসটি পালিত হয়।