স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ব্যর্থতার অজুহাতে কোচিং স্টাফে বড়সড় রদবদল করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে না পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমেটের। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন এমনটাই দাবি করছে।
তাদের তথ্য অনুসারে দলের সাথে মাত্র কয়েক মাস আগেই যোগ দিয়েছেন বলে টিকে যাচ্ছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাস। তবে কম্পিউটার এনালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখর নিজে থেকেই আর কাজ করতে আগ্রহী নন।
২০১৭ সালে বাংলাদেশ দলের সাথে যোগ দেওয়া এই ভারতীয় বলছেন বিসিবি তাকে মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলেও পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তার বাবা মারা যাওয়ার পর পরিবারে নেমে আসে শোক। এই সময় মা ও স্ত্রীকে একা রেখে দেশ বিদেশে ঘুরে বেড়ানোটা তার জন্য কঠিন কাজ।
চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৫ টিতেই হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারের পর টানা ৫ ম্যাচেই হেরেছে সাকিব আল হাসানের দল। টাইগার দলপতি বলছেন নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এটা সবচেয়ে বাজে পারফরম্যান্সের টুর্নামেন্ট।