সুমন,মোংলা থানা সংবাদদাতা:বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু উদয় শংকর বিশ্বাস বলেছেন, মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে বিভিন্ন ক্রীড়া সাহায্য করে। বর্তমান তরুণ সমাজকে মোবাইল ফোনে আসক্ত ও মাদক থেকে দূরে রাখতে এই ধরণের খেলা-ধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রিকেট খেলা এখন বাঙ্গলির রক্তে মিশে গেছে। গ্রাম থেকে দেশের অধিকাংশ ক্রিকেটার জাতীয় দলেও উঠে এসেছে। তাই সকলকে পড়াশোনার পাশাপাশি খেলায় মন দিতে হবে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় বুড়িরডাঙ্গা যুব সংঘের আয়োজনে বুড়িরডাঙ্গা স্কুল মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বাধন করেন।”নেশা মুক্ত ইউনিয়ন চাই, অবসরে মাঠে যাই” এই শ্লোগানকে সামনে রেখে ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ সুচনা করেণ ইউনিয়ন চেয়ারম্যান বাবু উদয় শংকর বিশ্বাস ।
আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট রতন মন্ডলের সভাপতিত্বে ও তন্ময় মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে খেলায় উপস্থিত ছিলেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু উদয় শংকর বিশ্বাস,বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিজয় কৃষ্ণ বাওয়ালি,স্থানীয় ওয়ার্ড মেম্বর মিলন বাওয়ালি,বিভিন্ন আওয়ামীলীগের নেতাবর্গ,বুড়িরডাঙ্গা যুব সংঘের নেতৃবৃন্দসহ অনেক দর্শকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।